নাটোরের বড়াইগ্রামে ঘরের তালা ভেঙে ৫টি গরু চুরি
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই পরিবারের ৫টি গরু চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নগর ইউনিয়নের মহানন্দগাছা গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, কৃষক আবু হানিফের বাড়িতে ৪টি গরু গোয়াল ঘরে তালাবদ্ধ অবস্থায় ছিল।
রাত ২ টার দিকে আবু হানিফ গোয়াল ঘরে গরু দেখে শুয়ে পড়ে। পরে ৩টার দিকে সংঘবদ্ধ চোর চক্র তালা কেটে গোয়াল ঘরে প্রবেশ করে এবং ৪টি গরু গাড়িতে তুলে। পরে পাশের বাড়ি মাহাবুরের গোয়াল ঘর থেকে ১টি ষাঁড় গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় পরিবারের লোকজন টের পেয়ে ভটভটি গাড়ি আটকানোর চেষ্টা করে।
পরে গরু বোঝাই গাড়িটি দ্রুত গতিতে পালিয়ে যায়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, রাতেই ঘটনা জানার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুক্তভোগীরা বিভিন্ন হাট ও সন্দেহজনক জায়াগায় খোঁজাখুজি করছে। তারা লিখিত অভিযোগ এখনও করেনি। তবে চোর চক্রকে আটকের কাজ চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153870