নওগাঁর পোরশায় সাতটি অবৈধ ইটভাটা বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর

নওগাঁর পোরশায় সাতটি অবৈধ ইটভাটা বন্ধ করলো পরিবেশ অধিদপ্তর

পোরশা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পোরশা উপজেলার অবৈধ ৭টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। অবৈধভাবে চালানোর অপরাধে ঐ ৭টি ইটভাটার ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে ও পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাস এর নেতৃত্বে উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এসময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত মেসার্স ওএমএস ব্রিকসকে ৪ লাখ টাকা, মেসার্স পিএনভি ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স বিসমিল্লাহ ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স এনএসবি ব্রিকসকে ৩ লাখ টাকা, মেসার্স এমআরএসএ ব্রিকসকে ৫ লাখ টাকা, মেসার্স কেজেকে ব্রিকসকে ৫ লাখ টাকা এবং মেসার্স কেইবিসি ব্রিকস থেকে ৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে ৭টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ৭টি মামলা দায়েরের মাধ্যমে সর্বমোট ২৯ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া সবগুলো ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে চুল্লি নিভিয়ে দিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

দুইটি ইটভাটার কিলন এক্সকেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়। মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153858