চুয়াডাঙ্গার যুবকের মরদেহ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের মাঠ থেকে মেহেদী হাসান জাহিদ (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রামের হারু শাহের মাজারের পেছন থেকে তার মরদেহটি উদ্ধার হয়। তিনি পাশের খয়েরহুদা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান সেখ জানান, বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত মেহেদী হাসান জাহিদ মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153844