বগুড়ার শেরপুরে ৬শ’ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

বগুড়ার শেরপুরে ৬শ’ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে একটি মিনি কাভার্ডভ্যান তল্লাশি করে ৬শ’ বোতল ফেনসিডিলসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পৌরশহরের ধুনট রোড মোড় এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো-গাজীপুর সদর থানার বারারুল গ্রামের মৃত জামাল খানের ছেলে কাভার্ডভ্যান চালক শরীফ খান (৩৩) ও চাঁদপুরের মতলব থানার জহিরাবাজ গ্রামের কামাল হোসেনের ছেলে হেলপার আমির হোসেন (২৫)। 

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদেরভিত্তিতে শেরপুর-ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীনের নেতৃত্বে অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলীসহ একদল পুলিশ ধুনট রোড মোড় এলাকায় অবস্থান নেয়। এসময় সন্দেহভাজন একটি মিনি কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ন-১৭-৪৯০৩) থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়িটির ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

মাদক বহনের অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকেই ড্রাইভার শরীফ ও হেলপার আমির হোসেনকে গ্রেফতার করার পাশাপাশি মাদকদ্রব্যসহ ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এই ঘটনায় এসআই বিকাশ চন্দ্র বাদি হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। 

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153837