চাঁদপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত, আহত ২
চাঁদপুর শহরের ওয়্যারলেস এলাকায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. শাহজালাল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে ওয়্যারলেস মোড় তরপুরচন্ডি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহজালাল জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মোল্লা বাড়ির মৃত শাহ আলমের ছেলে। আহত যাত্রী মো. মমিন (১৯) একই এলাকার কুদ্দুসের ছেলে। অপর আহত যাত্রীর নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় লোকজন জানান, রাতে অটোরিকশা করে নিহত শাহজালালসহ অন্য যাত্রীরা শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টে গিয়ে যাত্রীরা গুরুতর আহত হন।
সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, স্থানীয়দের সহযোগিতায় আহত তিন যাত্রীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মমিন হাসপাতালে চিকিৎসাধীন। শাহজালালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দাউদকান্দি এলাকায় মারা যান। অপর আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।
থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, নিহত যুবকের মরদেহ সদর হাসপাতালে এনে রাখা হয়েছে। তার সুরতহাল তৈরি হয়েছে।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রানা সাহা বলেন, নিহত শাহজালালের ইনটারনাল ইনজুরির কারণে ঢাকায় রেফার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত পিকআপভ্যান ও অটোরিকশা পুলিশ লাইন্সে জব্দ রয়েছে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তর করা হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153834