জেফার-রাফসানের বিয়ে আজ?

জেফার-রাফসানের বিয়ে আজ?

বিনোদন ডেস্কআলোচিত উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফার রহমানকে নিয়ে দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিল। যদিও প্রকাশ্যে তারা বরাবরই নিজেদের ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন। তবে এবার সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে বিয়ের পথে হাঁটছেন এই জুটি।

ঘনিষ্ঠ সূত্রের তথ্য অনুযায়ী, আজ বুধবার ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে। এতে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের বেশ কয়েকজন তারকা উপস্থিত থাকার কথা রয়েছে। ইতোমধ্যে ঘনিষ্ঠজনদের মধ্যে বিয়ের দাওয়াতও পৌঁছে গেছে বলে জানা গেছে।

যদিও বিয়ের বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রাফসান ও জেফার। গণমাধ্যমের প্রশ্ন এড়িয়ে চলছেন তারা।

উল্লেখ্য, রাফসান ও জেফারের বন্ধুত্ব দীর্ঘদিনের। সেই বন্ধুত্ব থেকেই সম্পর্কের গভীরতা তৈরি হয়। প্রায় দুই বছর আগে রাফসানের সংসার ভাঙার খবর সামনে আসার পর থেকেই তাদের প্রেমের গুঞ্জন আলোচনায় আসে। এরপর দেশে ও দেশের বাইরে একসঙ্গে ঘোরাঘুরিতেও দেখা গেছে এই দুজনকে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153795