বিপিএল মাতাতে আসছেন ক্রিস ওকস
স্পোর্টস ডেস্ক : বিপিএলে খেলতে বাংলাদেশে আসছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকস। সিলেট টাইটান্সের জার্সিতে দেখা যাবে তাকে। দীর্ঘদিনের গুঞ্জন সত্যি করে প্লে-অফ নিশ্চিত করা দলটিতে যোগ দিচ্ছেন এই অভিজ্ঞ ইংলিশ ক্রিকেটার।
আইপিএল, বিগ ব্যাশ ও আইএলটি-টোয়েন্টিসহ বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত খেলা ৩৬ বছর বয়সী ওকস ইংল্যান্ডের হয়ে তিন ফরম্যাটেই খেলেছেন এবং ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা আছে তার।
ইংল্যান্ডের হয়ে ৩৩টি টি-টোয়েন্টিতে ১৪৭ রান ও ৩১ উইকেট নেওয়ার পাশাপাশি ক্যারিয়ারে সব মিলিয়ে ১৭০টি টি-টোয়েন্টি ম্যাচে ১০৩১ রান ও ১৭৯ উইকেট শিকার করেছেন তিনি।
এবারের বিপিএলে সিলেট টাইটান্সের হয়ে খেলছেন মঈন আলী। এছাড়া দলে আছেন আজমতউল্লাহ ওমরজাই, ইথান ব্রুকস ও সালমান ইরশাদ।
মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ৯ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে থেকে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে সিলেট টাইটান্স। রংপুর রাইডার্সের বিপক্ষে ৬ উইকেটের জয়ে সেই টিকিট নিশ্চিত হয়। প্লে-অফে জায়গা করে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসও।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153794