বগুড়ার শিবগঞ্জে নকল সিগারেট তৈরির কারখানার সন্ধান, ২ লাখ টাকা জরিমানা ও সিলগালা
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: শিবগঞ্জের খয়রাপুকুর এলাকায় নকল সিগারেট তৈরির অপরাধে একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে সংশ্লিষ্ট কারখানার মালিককে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলার পিরব ইউনিয়নের খয়রাপুকুর পালিকান্দা গ্রামের মো. শাহীনের সিগারেট ফ্যাক্টরিতে (ওয়ান টোব্যাকো) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, খয়রাপুকুর এলাকার একটি গোপন স্থানে দীর্ঘদিন ধরে জনপ্রিয় ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সিগারেট উৎপাদন করে বাজারজাতের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল। অভিযানকালে বিপুল পরিমাণ নকল সিগারেট, মোড়কজাতকরণ সামগ্রী ও কাঁচামাল জব্দ করা হয় এবং পাঁচ শ্রমিককে আটক করা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট বিধি অনুযায়ী অভিযুক্তকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশসহ কারখানা সিলগালা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। কারখানা সিলগালা করা হয়েছে। পরবর্তিতে কাগজপত্র যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153780