পাবনার ভাঙ্গুড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজালমধু জব্দ করে জনসন্মুখে ধ্বংস

পাবনার ভাঙ্গুড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজালমধু জব্দ করে জনসন্মুখে ধ্বংস

পাবনা (ভাঙ্গুড়া) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল মধুজব্দ করে তা জনসন্মুখে ধ্বংস করেছে সহকারী কমিশনার(ভূমি)ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান।ঘটনাটি ঘটেছে উপজেলার খানমরিচ ইউপি'র দুধবাড়িয়া গ্রামে। ঘটনার সূত্রে জানা গেছে, চিনি, ফিটকিরি ও কেমিক্যাল মিশিয়ে নকল মধু তৈরি করে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিলেন রমজান আলী নামে এক মধু ব্যবসায়ী।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর রাত ৫টার দিকে এলাকাবাসী সংবাদ পেয়ে ৪১টি ঢোপে (৫০-৫৫ কেজি ধারণ ক্ষমতা) প্রায় ৫১ মন নকল মধুসহ ওই ব্যবসায়ীর গাড়ি আটকিয়ে রাখে। সংবাদ পেয়ে সহকারী কমিশনার (ভূমি)মিজানুর রহমান ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই মধু জব্দ করেন।

প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চিহৃিত ভেজাল মধু ব্যবসায়ী রমজান আলী পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন। এলাকাবাসী আরো জানান, উপজেলার খানমরিচ ইউনিয়নের বড়পুকুরিয়া গ্রামের বাসিন্দা রমজান আলী গং মৌমাছি চাষের সঙ্গে জড়িত। মূলত তিনি মৌচাষকে কেন্দ্র করে অন্তরালে নকল মধু তৈরি করে বাজারজাত করে আসছিলেন।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোর রাত ৫টার খানমরিচ ইউনিয়নের দুধবাড়িয়া গ্রামে মৌ খামারের পাশে ১ মেট্রিক টন মধু বাজারজাত করার উদ্দেশ্যে মধু তৈরি শুরু করে রমজান আলী গং।

পরে স্থানীয় বাসিন্দারা জানতে পেরে ঘটনাস্থলের রাস্তায় প্রতিবন্ধিকতা করে ৪১টি ঢোপে ২ হাজার ৫০ কেজি নকল মধু আটক করে।সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মালামালের সাথে ব্যবসায়ী রমজান আলী গং না পেয়ে জব্দকৃত সমূূদয় মধু পরিত্যক্ত খালে ঢেলে দিয়ে বিনষ্ট করে।মধুর খালি ঢোপ গুলি স্থানীয় ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেনকে এলাকার এতিমখানা-মাদরাসায় ব্যবহারে বিতরণের নির্দেশ দেন।

ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন বলেন, ‘রমজান আলী দীর্ঘদিন ধরে ভেজাল মধু ব্যবসা করছেন।এলাকাবাসীর হাতে ইতিপূর্বেও মধুসহ ধরা পড়ে জেল খটেছেন। সহকারী কমিশনার (ভূমি)ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান বলেন, ‘স্থানীয় বাসিন্দারা নকল মধু তৈরিকারী রমজান আলীর নাম বললেও ঘটনাস্থলে তাকে পাওয়া যায়নি। তাই ভ্রাম্যমাণ আদালতে তাকে শাস্তি দেওয়া যায়নি।তবে পুলিশকে তার ওপর নজর রাখতে বলা হয়েছে।’

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153772