দিনাজপুরের নবাবগঞ্জে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: শস্য ভান্ডার হিসাবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিবিড় বার্ষিক ফসল উৎপাদন কর্মসূচির আওতায় চলতি বোরো মৌসুমে ১৭ হাজার ৮৫৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহিদুল ইসলাম ইলিয়াস জানান, নির্ধারিত জমির মধ্যে হাইব্রিড জাত ৫ হাজার ৮৪৫ হেক্টর এবং উফশি জাত ১২ হাজার ১০ হেক্টর জমি রয়েছে।
উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে হাইব্রিড জাত ২৯ হাজার ১০৮ মে: টন ধান আর উফশি জাত ৫৪ হাজার ২৮৫ মে: টন ধান। চাল নির্ধারণ করা হয়েছে হাইব্রিড জাত হেক্টর প্রতি ৪.৯৮ মে: টন আর উফশি জাত ৪.৫২ মে: টন। গড় ধরা হয়েছে ৪.৫৯ মে: টন চাল। এসব জমি রোপণের জন্য ৮৩৬ হেক্টর জমিতে বীজতলা রয়েছে।
চাষিরা আমন ধান কাটার পর ইতিমধ্যে বোরো চাষের জন্য জমি প্রস্তুত করতে শুরু করেছে। জমিতে ফেলা হয়েছে গোবর সার। আর কিছু দিনের মধ্যে জমি রোপণ কাজ শুরু করবেন তারা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153770