বগুড়ায় রিকশায় ফেলে যাওয়া লাগেজ ফেরত পেয়ে লিবিয়া প্রবাসীর চোখে আনন্দঅশ্রু

বগুড়ায় রিকশায় ফেলে যাওয়া লাগেজ ফেরত পেয়ে লিবিয়া প্রবাসীর চোখে আনন্দঅশ্রু

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরে লিবিয়া ফেরত এক প্রবাসীর রিকশায় ফেলে যাওয়া মূল্যবান মালামাল সমেত লাগেজ ফেরত পেয়ে আনন্দে আবেগাপ্লুত হয়ে দু’চোখে অশ্রু ঝরিয়েছেন। সিসি টিভির ফুটেজের সূত্র ধরে পুলিশ রিকশা চালকের বাড়ি থেকে লাগেজটি উদ্ধার করে তাকে ফিরিয়ে দেয়।

তিনি ওই লাগেজে করে ‘ভালবাসার উপহার’ স্বরূপ মা-বাবা, ভাই-বোনসহ পরিবারের সদস্যদের জন্য দামি কসমেটিকস, কাপড় ও অন্যান্য জিনিসপত্র আনেন। আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

বগুড়া সদর থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে আকবরিয়া গ্রান্ড হোটেলের সামনে লিবিয়া প্রবাসী অবিবাহিত শাকিল হোসেন একটি অটোরিকশায় লিবিয়া থেকে আনা দামি জিনিসপত্র ভর্তি একটি লাগেজ ও কাঁধে রাখা একটি ব্যাগ হারিয়ে ফেলেন। শহরের শেরপুর সড়ক থেকে চারমাথা বাসটার্মিনালে যাওয়ার জন্য তিনি অটোরিকশায় উঠেন।

যাত্রাপথে প্রয়োজনীয় কাজে কবি নজরুল ইসলাম সড়কে আকবরিয়া হোটেলের সামনে তিনি নামেন। কিন্তু পরক্ষণই ফিরে এসে দেখেন, রিকশাচালক তার লাগেজটি নিয়ে চলে গেছে। শাকিল বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সাহারপুকুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। পরে এ ব্যাপারে তিনি থানায় অভিযোগ করেন।

ওসি বলেন, বিষয়টি সর্বাধিক গুরুত্ব দিয়ে তার মালামাল উদ্ধারের জন্য সদর পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই রাজীব হোসেনকে দায়িত্ব দেওয়া হয়। এরপর পুলিশ শহরের বিভিন্ন স্থানে স্থাপিত অসংখ্য সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ শুরু করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই প্রবাসী অটোরিকশায় তার লাগেজ ও ব্যাগ রেখে আকবরিয়া হোটেলের পাশে একটি মানি এক্সচেঞ্জ অফিসে প্রবেশ করেন।

কিছু সময় পর ফিরে এসে তিনি অটোরিকশাটি আর খুঁজে পাননি। এরপর সংগৃহীত সিসি ফুটেজ বগুড়া সদর পুলিশ ফাঁড়ির ফেইসবুক পেইজে শেয়ার করে অটোরিকশা চালকের সন্ধান চাওয়া হয়। এর ২৪ ঘন্টার মধ্যেই অটোরিকশা চালকের সন্ধান পাওয়া যায় এবং লাগেজ ও ব্যাগ বগুড়া সদরের খামারকান্দি মধ্যপাড়া এলাকায় রিকশা চালকের বাড়ি থেকে উদ্ধার  করা হয়।

এসময় অটোরিকশা চালক জানান, প্রবাসী ওই ব্যক্তি ব্যস্ততম রাস্তায় রিকশায় লাগেজ রেখে চলে যাওয়ায় তিনি লাগেজের মালিককে খুঁজে না পেয়ে লাগেজ তার বাড়িতে নিয়ে যান এবং তার হেফাজতে রাখেন। লাগেজে থাকা সকল মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রবাসী শাকিল হোসেন বলেন, তিনি গত তিন বছর ধরে লিবিয়ায় প্রবাস জীবন শেষে বিমানে করে দেশে ফেরেন। গতকাল সোমবার রাতে ঢাকায় পৌঁছে দেশে প্রবাসী আরেকজনের সাথে একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বগুড়ার শেরপুরে এসে তারা নেমে যান। এসময় তার প্রবাসী বন্ধু বাড়ি চলে যান। এরপর তিনি সকালে একটি ইজিবাইকে চেপে বগুড়া শহরের সাতমাথায় নামেন।

এরপর দুপচাঁচিয়ায় নিজ বাড়িতে যাওয়ার জন্য সেখান থেকে একটি অটোরিকশায় চেপে চারমাথায় বাস টার্মিনালে যাওয়ায় উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পথে তিনি কবি নজরুল ইসলাম সড়কে আকবরিয়া হেটেলের সামনে রিকশায় লাগেজ ও কাঁধে রাখা ব্যাগ রেখে নেমেছিলেন। এই সুযোগে লাগেজ নিয়ে রিকশাচালক রিকশা নিয়ে চলে যায়।

লাগেজ ও ব্যাগ উদ্ধার হওয়ায় তার চোখে এখন আনন্দঅশ্রু। তিনি পুলিশকে ধন্যবাদ জানান। সেইসাথে লাগেজ ও ব্যাগে সমস্ত মালামাল রক্ষিত ছিল বলে উল্লেখ করেন। পরে তিনি নিরাপদে বাড়ি পৌঁছেছেন বলেও জানান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153763