দিনাজপুরের বিরলে অবৈধভাবে বালু উত্তোলন ৫০ হাজার টাকা জরিমানা
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে রফিকুল ইসলাম(৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তার বাড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের রাণীপুর গ্রামে।
গতকাল সোমবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় রাণীপুর স্লুইচগেট সংলগ্ন পূনর্ভবা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।
এসময় ধর্মপুর ফরেস্ট বিট কর্মকর্তা মহসীন আলী, বিরল থানার পুলিশ ফোর্সসহ গ্রাম্য পুলিশগণ (মহল্লাদার) ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153741