ইউক্রেনে এক ঘণ্টার ব্যবধানে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

ইউক্রেনে এক ঘণ্টার ব্যবধানে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বৃহত্তম দুটি শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনীয় কর্মকর্তা ও গণমাধ্যমের দাবি, মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে চালানো এই হামলা চলতি বছরে এখন পর্যন্ত রুশ বাহিনীর সবচেয়ে ভয়াবহ আক্রমণ। এতে উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে চারজন নিহত হয়েছেন।

ইউক্রেনের রাজধানী কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তৈমুর তকাচেঙ্কো জানান, রাজধানীতে স্বল্প সময়ের জন্য কিন্তু ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে অনুসারে, কিয়েভে থেকে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণকারী টেলিগ্রাম চ্যানেলগুলো জানায়, রাতভর প্রায় এক ঘণ্টার ব্যবধানে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তারা এটিকে এ বছরের এখন পর্যন্ত ইউক্রেনের ওপর চালানো সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বর্ণনা করেছেন।

রয়টার্স স্বাধীনভাবে টেলিগ্রামের এই প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি। হামলার পূর্ণাঙ্গ মাত্রা নিয়ে ইউক্রেনের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। রাশিয়ার পক্ষ থেকেও এই হামলার বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সীমান্ত থেকে ৩০ কিলোমিটার (১৮ মাইল) দূরে অবস্থিত এবং রাশিয়ার নিয়মিত লক্ষ্যবস্তু খারকিভ শহরের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনহুবভ জানান, শহরের উপকণ্ঠে চালানো এক হামলায় চারজন নিহত হয়েছেন। সিনহুবভ আরো জানান, হামলায় ছয়জন আহত হয়েছেন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153711