মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ 

মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর একটি জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করে ইরানে অবস্থানরত সব মার্কিন নাগরিককে অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, এক্ষেত্রে ওয়াশিংটনের পক্ষ থেকে কোনো ধরনের সহায়তা পাওয়ার প্রত্যাশা করা উচিত নয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি। 

সোমবার (১২ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ভার্চুয়াল দূতাবাস তেহরান এক বিবৃতিতে জানায়, অবিলম্বে ইরান ত্যাগ করুন। এতে নাগরিকদের নিজস্ব ঝুঁকি বিবেচনা করে ভ্রমণের পরিকল্পনা করার আহ্বান জানিয়ে বলা হয়, আপনি যদি দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে যুক্তরাষ্ট্র সরকার আপনার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। সতর্কবার্তায় আরো বলা হয়, ইরানে মার্কিন নাগরিকরা জিজ্ঞাসাবাদ, গ্রেপ্তার এবং আটকের উচ্চ ঝুঁকিতে রয়েছেন। এমনকি কেবল মার্কিন পাসপোর্ট থাকাই আটকের জন্য যথেষ্ট কারণ হতে পারে বলে সতর্ক করা হয়। দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে কেবল ইরানি পাসপোর্ট ব্যবহার করে দেশ ত্যাগের পরামর্শ দেওয়া হয়েছে। যারা এই মুহূর্তে দেশ ছাড়তে পারছেন না, তাদের প্রতি নির্দেশনায় বলা হয়, আপনার বাসভবন বা অন্য কোনো নিরাপদ ভবনের ভেতরে নিরাপদ স্থান খুঁজে নিন এবং খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত রাখুন।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের শেষ দিকে থেকে ইরানজুড়ে ব্যাপক অস্থিরতা চলছে, যার ফলে কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষে বেশ কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তেহরান কঠোর বিধিনিষেধ আরোপ করেছে এবং দেশটির মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে। ইরান সরকারের দাবি, বিদেশি মদতপুষ্ট সহিংসতা দমন করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153707