নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় রায়হান মিয়া (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাতে ফতুল্লার ইসদাইর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান মিয়া শহরের গলাচিপা এলাকার মেছের আলী ছেলে ও তিনি পেশায় বাবুর্চি ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে রায়হান নামে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে দেয় চাষাঢ়া ডাকবাংলো ভবনের বিপরীত পাশে ইসদাইরগামী সড়কে। এসময় ওই পথ ধরে যাওয়ার সময় ব্যাটারিচালিত এক রিকশাচালক তার রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তিনি রায়হানের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদক সংক্রান্ত বিরোধের জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার শরীরের ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত শেষে নিশ্চিত করে বলা সম্ভব হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153692