মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন

মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ভেতরে অবস্থিত স্ক্র্যাপ ইয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১২ জানুয়ারি) রাতের দিকে এই আগুনের সূত্রপাত হয়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় মহেশখালী ও চকরিয়া উপজেলা থেকে চারটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। সর্বশেষ খবর অনুযায়ী, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নির্দিষ্ট কারণ জানা যায়নি। বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া যায়নি।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান মাহমুদ ডালিম অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিদ্যুৎকেন্দ্রের ভেতরের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লেগেছে। আগুনের কারণ এখনও নিশ্চিত নয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে এবং আমিও সেখানে যাচ্ছি।”

এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153671