তেহরানে বিশাল গণসমাবেশ, যে বার্তা দিল খামেনিপন্থিরা
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে সোমবার বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। যেখানে সম্প্রতি ইরান জুড়ে ঘটে যাওয়া বিদেশি মদদপুষ্ট দাঙ্গায় প্রাণহানির জন্য সরাসরি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করা হয়েছে।
সোমবার বিকেলে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির পশ্চিমা অপচেষ্টার তীব্র নিন্দা জানান।
সমাবেশ শেষে পাঠ করা চূড়ান্ত বিবৃতিতে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, ইরানের চিরশত্রু বিশেষ করে অপরাধী যুক্তরাষ্ট্র এবং শিশু হত্যাকারী ইসরায়েল তাদের প্রশিক্ষিত ভাড়াটে সন্ত্রাসীদের ব্যবহার করে জননিরাপত্তা বিঘ্নিত করেছে। তারা বলেন, সাধারণ মানুষের সম্পদ ধ্বংস, ইসলামিক পবিত্রতা অবমাননা এবং ইরানি জাতির পবিত্র ঐক্য নষ্ট করার মাধ্যমে বিদেশি হস্তক্ষেপের পথ প্রশস্ত করাই ছিল এই দাঙ্গার মূল লক্ষ্য।
একই সাথে সমাবেশে অংশগ্রহণকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় দেশগুলোর হস্তক্ষেপমূলক মন্তব্যের কড়া সমালোচনা করেন। তারা স্পষ্ট জানিয়ে দেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ সহ্য করা হবে না। সমাবেশে সাধারণ মানুষ সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন। নিরাপত্তা বাহিনীর সাহসিকতার প্রশংসা করেন।
বিক্ষোভকারীরা তাদের বিবৃতিতে কেবল রাজনৈতিক প্রতিবাদই জানাননি বরং দেশের অভ্যন্তরীণ পরিস্থিতির উন্নতির ওপরও জোর দিয়েছেন। তারা সরকারি কর্মকর্তাদের প্রতি জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। জনগণের ন্যায়সঙ্গত দাবিগুলোর যথাযথ মূল্যায়ন করা রাষ্ট্রের দায়িত্ব বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
বিক্ষোভকারীরা এ সময় পবিত্র কোরআন অবমাননা, মসজিদে অগ্নিসংযোগ এবং বেসামরিক নাগরিকদের হত্যার বিচার দাবি করে বিচার বিভাগকে মার্কিন-জায়নবাদী অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153670