বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

বগুড়ার গাবতলীতে জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে আবু বক্কর সিদ্দিক (৫৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এছাড়া এ ঘটনায় অপর চারজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তার প্রামানিকের ছেলে আবু বক্কর সিদ্দিক ও আজিজার রহমানের ছেলে আতাউর রহমানের সাথে একই গ্রামের প্রতিবেশী মৃত বুলু প্রামানিকের ছেলে মন্টু, বাবুল ও মামুনের দেড় বছর যাবত বিরোধ চলে আসছিল। এর জের ধরে আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

এর একপর্যায়ে প্রতিপক্ষ মন্টু ও তার ভাইয়েরা আবু বক্কর সিদ্দিককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে মাথায় আঘাত করলে ঘটনাস্থলে আবু বক্কর নিহত হন। এসময় আবু বক্করকে বাঁচাতে এগিয়ে এলে জেমি বেগম (৩৫), শিফা খাতুন (২৫), বৃষ্টি খাতুন (১৫) ও তাদের বাবা আতাউর রহমান (৫৫) গুরুতর আহত হন। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।  গাবতলী মডেল থানার ওসি আনিছুর রহমান জানান, জমি নিয়ে বিরোধে মারামারিতে আবু বক্কর সিদ্দিক নামে একজন নিহত হয়েছেন। লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153653