নীলফামারীর কিশোরগঞ্জে পার্ক সিলগালা ৬০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জে পার্ক সিলগালা ৬০ হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জে অনৈতিক কার্যক্রমের অভিযোগে হ্যাপি প্যালেস মিনি পার্ক নামে একটি পার্ক সিলগালা ও মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জের রণচন্ডী ইউনিয়নে অবস্থিত ওই পার্কে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, অভিযোগের ভিত্তিতে আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে পার্কের মালিক ওয়াজেদুর রহমানের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি রনচন্ডী ইউনিয়নের সোনাকুড়ি গ্রামের হামিদুরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহানিয়া। এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ লুৎফর রহমান, এস আই কাজী রিপন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহানিয়া সত্যতা নিশ্চিত করে জানান, প্রকাশ্যে অসামাজিক কার্যক্রম পরিচালনার অভিযোগে পার্কের মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পার্কটি সিলগালা করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153649