রংপুরে বিভাগীয় পর্যায়ে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে পঞ্চগড় চ্যাম্পিয়ন

রংপুরে বিভাগীয় পর্যায়ে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে পঞ্চগড় চ্যাম্পিয়ন

রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে বিভাগীয় পর্যায়ে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্টে পঞ্চগড় ভজনপুর ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হয়েছে। আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শহিদ আবু সাইদ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পঞ্চগড় ভজনপুর ডিগ্রি কলেজ ২-১ গোলে দিনাজপুর সেন্টফিলিপ কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে খেলা উপভোগ করেন ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় পরিচালক মোস্তফা মনসুর আলম খান, জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রমিজ আলম, মেট্রোপলিটন সহকারী কমিশনার নজির হোসেন, জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, বৈষম্যবিরোধী ছাত্রনেতা ইমতিয়াজ হোসেন ইমতি প্রমুখ।
টুর্নামেন্টে ১৬টি কলেজ দল অংশগ্রহণ করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153646