নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানা: হাজার কেজি গুড় বিনষ্ট
লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে রঙ-চিনি দিয়ে ভেজাল খেজুরের গুড় তৈরির অপরাধে জনি আলী নামের এক গুড় তৈরি কারখানা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দকৃত প্রায় ১ হাজার কেজি ভেজাল গুড় বিনষ্ট করা হয়।
আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার বালিতিতা ইসলামপুর নামকস্থানে অবৈধ ভেজাল গুড় তৈরির কারখানায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবীর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে প্রসিকিউশনে দায়িত্ব পালন করেন স্যানেটারী ইন্সক্টর মো.আনোয়ার হোসেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেন জানান, অবৈধভাবে ভেজাল গুড় উৎপাদন করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী কারখানা মালিক মো. জনি আলীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদানসহ প্রায় ১ হাজার কেজি ভেজাল গুড় জব্দ করে বিনষ্ট করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153632