ডোনাল্ড ট্রাম্পের দাবি- তিনি ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’
আন্তর্জাতিক ডেস্ক: নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ধারণা করা হচ্ছে, ব্যঙ্গ করেই তিনি এই পোস্ট দিয়েছে। যদিও ভেনেজুয়েলায় হামলার পর থেকেই ট্রাম্প বলে আসছিলেন, ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্র ‘চালাবে’।
এর আগে, গত ৬ জানুয়ারি মঙ্গলবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক সংসদীয় অধিবেশনে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন দেলসি রদ্রিগেজ। তিনি মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত।
যদিও রদ্রিগেজকে ইতোমধ্যেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। এরই মাঝে রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে নিজের এই ছবি শেয়ার করেন ট্রাম্প। ছবিটি উইকিপিডিয়ার পেজের। সেখানে ডোনাল্ড ট্রাম্পকে জানুয়ারি ২০২৬ সাল থেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দেখানো হয়েছে।
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনার মধ্যেই এই ছবি সামনে এলো। ওই সামরিক অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153569