দিনাজপুরের বোচাগঞ্জে করতোয়া কুরিয়ার সার্ভিসে চুরি
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বোচাগঞ্জ উপজেলা রোডে অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিস অফিসে চুরির ঘটনা ঘটেছে। করতোয়া কুরিয়ার সার্ভিস সেতাবগঞ্জ শাখার ম্যানাজার মো. শামিম জানায়, গতকাল শনিবার রাতে যথারীতি অফিস বন্ধ করে তারা বাড়িতে যান।
সকালে পাহারাদার মাধ্যমে জানতে পারেন গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে একটি সংঘবদ্ধ চোরের দল দেশীয় অস্ত্র হাতে নিয়ে চুরির উদ্দেশ্যে করতোয়া কুরিয়ার সার্ভিস অফিসে আসে। প্রথমে তারা রাতে ডিউটিতে থাকা পাহারাদারকে বেঁধে অফিসের সার্টার ভেঙে ভিতরে প্রবেশ করে।
এসময় তারা কিছু অর্থ ও মূল্যবান সামগ্রী নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়টি বোচাগঞ্জ থানাকে অবহিত করা হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153553