নাটোরের সিংড়ায় হয়ে গেল ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব

নাটোরের সিংড়ায় হয়ে গেল ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব

সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের শালমারা গ্রামে ইসলামী জলসা উপলক্ষে ঐতিহ্যবাহী মাছ ধরা উৎসব হয়ে গেল।

আজ রোববার ১১ জানুয়ারি) দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। জানা যায়, ৮৩ বছর ধরে চলে আসা এ উৎসবে কয়েকশ’ মানুষ অংশগ্রহণ করেন। এদিন সকাল থেকেই শালমারা গ্রামের কয়েকটি পুকুর ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নৌকা, কলাগাছের ভেলা ও জাল ব্যবহার করে শিকারিরা মাছ ধরতে থাকেন। সরেজমিনে দেখা যায়, পকুরগুলোতে মাছ ধরার আনন্দে মেতে উঠেছেন অংশগ্রহণকারীরা। উৎসবে আশপাশের বিভিন্ন গ্রাম ও দূর-দূরান্ত থেকে আত্মীয়-স্বজন ও দর্শনার্থীরা পুকুরপাড়ে ভিড় জমান।

শিকারিরা জানান, মাছ পাওয়া এখানে মুখ্য বিষয় নয়। ঐতিহ্যবাহী এই উৎসবে অংশ নেওয়া এবং সবার সাথে আনন্দ ভাগাভাগি করাই তাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153547