ঢাকায় বিপিএল দেখা যাবে ২০০ টাকায়, টিকিট বিক্রি শুরু সোমবার
১৫ জানুয়ারি থেকে সূচি অনুযায়ী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঢাকায় ফিরবে । আগামীকাল (সোমবার) শেষ হচ্ছে সিলেট পর্ব। টিকিটের দাম প্রকাশ করেছে বিসিবি। সর্বনিম্ন ২০০, সর্বোচ্চ ২০০০ টাকায় পাওয়া যাবে টিকিট।
রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিট বিক্রির সময় ও মূল্য জানিয়েছে বোর্ড। সোমবার থেকে ঢাকা পর্বের টিকিট কিনতে পারবেন দর্শকরা। অনলাইনে (www.gobcbticket.com.bd) ওয়েবসাইট থেকে কেনা যাবে। মাঠে বা ভেন্যুতে থাকছে না কোন টিকিট কাউন্টার।
দিনের দুটি ম্যাচের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২০০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ডের। সর্বনিম্ন ২০০ টাকায় পূর্ব গ্যালারিতে খেলা দেখা যাবে। আন্তর্জাতিক গ্যালারি উত্তর পাশের টিকিটের দাম ধরা হয়েছে ১ হাজার টাকা। আন্তর্জাতিক গ্যালারি দক্ষিণ গ্যালারির দাম ধরা হয়েছে ৮০০ টাকা। আন্তর্জাতিক লাউঞ্জের টিকিটের দাম ১ হাজার টাকা।
ক্লাব হাউজের (শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড) টিকিটের দাম ৫০০ টাকা করে। তবে শহীদ মুশতাক স্ট্যান্ডের জিরো ওয়েস্ট জোনের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৬০০ টাকা। শহীদ আবু সাইদ স্ট্যান্ড এবং উত্তর গ্যালারির টিকিট পাওয়া যাবে ৩০০ টাকা করে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153533