বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২২

বগুড়ার দুপচাঁচিয়ায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২২

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়া থানা পুলিশ গত গতকাল শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে মাদক ও জুয়া মামলার আসামিসহ ২২ জনকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ঘটনার দিন গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মাদক, জুয়া ও চুরিসহ ২২ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো-মাদক মামলায় উপজেলার গোবিন্দপুর তালুকদারপাড়ার ফজলুল হকের ছেলে আলামিন (২৩), আশরাফ আলীর ছেলে ওমর ফারুক (২১), মহলদারপাড়ার লুৎফর আলীর ছেলে ইব্রাহিম আলী রনি (৪০), চকসুখানগাড়ির মরু প্রামানিকের ছেলে ঠান্ডু প্রামানিক (৪৪), তালোড়া মেঘা নয়াপাড়ার পিন্টু ফকিরের ছেলে আশরাফুল ইসলাম (২৪), তালুচ পূর্বপাড়ার নুরুল ইসলামের ছেলে রকি হাসান (২৭), তালুচ পুকুরপাড়ার মৃত সাইফুল ইসলামের ছেলে শাহজাহান আলী (৪৫), মৃত আফতাব ফকিরের ছেলে আরিফুল ইসলাম (২৫), তালুচ পশ্চিমপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে ফিরোজ হোসেন (২৫) ও বিনছের আলীর ছেলে নাজিম উদ্দিন হিরু (২৫)।

পুলিশ গ্রেফতারকৃতদের কাছ থেকে গাঁজা, নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে। জুয়া মামলায় তালোড়া নওদাপাড়ার কালাই কুড়ি গ্রামের আব্দুল মজিদের ছেলে হায়দার আলী (৪৯), মমতাজ আলীর ছেলে আমজাদ আলী (৫৩), মৃত মকবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৪০) ও জিয়ানগর লক্ষিমন্ডব গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে আনোয়ার হোসেন (৫০)।

এছাড়াও গ্রেফতারী পরোয়ানামূলে জয়পুরপাড়ার মৃত জহির উদ্দিনের ছেলে গাজিউর রহমান গাজী (৭১), মাস্টারপাড়ার মৃত রফিকুল ইসলামের স্ত্রী মাবিয়া, ঘরম গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে আব্দুল হামিদ, পশ্চিম বোরাইয়ের মৃত রেজাউল হক তালুকদারের ছেলে রেজানুল রহমান তালুকদার, তালুচ ফকিরপাড়ার ইউনুছ আলীর ছেলে ইমন, চুরি মামলায় পাওগাছা গ্রামের টুকু মিয়ার ছেলে নাহিদ।

এছাড়াও সন্দেহজনক মহেষমন্ডা গ্রামের মৃত তাছের সোনারের ছেলে বাহাদুর সোনার (৪৫), মৃত জলিল সোনারের  ছেলে সোহাগ সোনার (৩৪) ও তালুড়া মেঘা সরকার পাড়ার ইউনুছ আলীর ছেলে মনোয়ার হোসেন (১৯)। থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিদের আজ রোববার ১১ জানুয়ারি) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153512