সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রীবাহী বাস ঢুকে গেলো মসজিদে

সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রীবাহী বাস ঢুকে গেলো মসজিদে

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের দেয়াল ভেঙে ভিতরে ঢুকে গেছে। এসময় বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি ভ্যানগাড়ির চালক ও বাস চালক  মারাত্মক আহত হয়েছে এবং মসজিদের দেয়াল, জানালা, দরজা ভেঙে যায়। আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিমান্তÍবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সিরাজগঞ্জ সদরের গজারিয়া গ্রামের ভ্যানচালক হোসেন আলী জানান, আহত ভ্যান চালক ও ফরিদ নামের একজন ভ্যানচালক মালামাল বোঝাই করে মেঘাইয়ের দিকে আসছিলেন। এসময় সিমান্ত বাজার মসজিদের কাছে একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা একটি ভ্যানগাড়িকে ওভারটেক করতে গিয়ে ওই গাড়িতে ধাক্কা দেয়। ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মসজিদের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে যায়।

স্থানীয়রা এসে ভ্যানগাড়ির চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে চিকিৎসার জন্যে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে কাজিপুর থানার ওসি (তদন্ত) আবু সাইদ বলেন, আলামত সংগ্রহ করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153447