নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

নাটোরের সিংড়ায় মাটিবাহী ট্রাক্টরের চাপায় শিশুর মৃত্যু

সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়নের সিঁকিচড়া উত্তরপাড়ায় মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে সিফাত(৭) নামে এক শিশুর মত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বাড়ির সামনে খেলাধুলা করছিল সিফাত।

এসময় হঠাৎ একটি মাটিবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত সিফাত সিঁকিচড়া উত্তরপাড়ার বাসিন্দা হিরো ইসলামের ছেলে। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নুর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ট্রাক্টরটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153445