ঢাবির শেখ মুজিব হলের নাম পরিবর্তনের প্রতিবাদ শিক্ষক নেটওয়ার্কের
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলসহ শেখ পরিবারের সদস্যদের নামে থাকা পাঁচটি আবাসিক ভবনের নাম পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সিনেট সভায়।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে শিক্ষক নেটওয়ার্ক জানায়, রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থাপনার নাম বদলের যে সংস্কৃতি বাংলাদেশে চালু রয়েছে, তা নিন্দনীয়। বিগত ১৭ বছরে রাজনৈতিক দলীয়করণের পাশাপাশি পারিবারিকীকরণের মাধ্যমে শেখ পরিবারের নামে অসংখ্য স্থাপনা গড়ে তোলা হয়েছে, যা একটি প্রতিকারহীন প্রবণতায় পরিণত হয়েছিল।
বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে নামকরণের সংস্কৃতি যেমন বন্ধ হওয়া প্রয়োজন, তেমনি রাজনৈতিক প্রতিহিংসা থেকে নাম পরিবর্তনের চর্চাও গ্রহণযোগ্য নয়। জুলাই অভ্যুত্থানের পর বিভিন্ন প্রতিষ্ঠানে প্রয়োজনহীন ও অনভিপ্রেতভাবে নাম পরিবর্তনের প্রবণতা উদ্বেগজনক বলেও মন্তব্য করা হয়।
শিক্ষক নেটওয়ার্ক উল্লেখ করে, আশির দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানের নামে পাশাপাশি দুটি ছাত্রাবাস প্রতিষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিবর্তন হলেও এই দুটি হলের নাম কখনো প্রশ্নের মুখে পড়েনি। জাতীয় নেতা হিসেবে এই দুই ব্যক্তিত্বের সহাবস্থান ছিল রাজনৈতিক সৌন্দর্যের প্রতীক।
বিবৃতিতে আরও বলা হয়, শেখ মুজিবুর রহমানের নামে থাকা হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদির নামে করার সিদ্ধান্ত হটকারী ও রাজনৈতিকভাবে অপরিপক্ক। শহীদ হাদির প্রতি শ্রদ্ধা জানিয়ে নতুন কোনো ভবনের নামকরণ করা যেতে পারে, তবে কয়েক দশক ধরে জাতীয় নেতার নামে পরিচিত একটি ছাত্রাবাসের নাম পরিবর্তন হীন রাজনৈতিক উদ্দেশ্যের বহিঃপ্রকাশ।
অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153441