নীলফামারীর সৈয়দপুরে চুরির অপবাদ দিয়ে মাইকিং করায় যুবকের আত্মহত্যা!

নীলফামারীর সৈয়দপুরে চুরির অপবাদ দিয়ে মাইকিং করায় যুবকের আত্মহত্যা!

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরের এক পল্লীতে নিজ ঘর থেকে রোকনুজ্জামান(২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলীর গুয়াবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে চুরির অপবাদে মসজিদে মাইকিং করায় সম্মানহানি ও মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগে উঠেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, এলাকার জহুরুল ইসলাম বাট্টুর ছেলে রোকনুজ্জামান(২৭) পেশায় একজন ফল ব্যবসায়ী। গতকাল শুক্রবার গভীর রাতে গরু চুরির সন্দেহে স্থানীয়রা রোকনুজ্জামান ও তার চাচাতো ভাই মুসলিমকে আটক করে। পরে জনপ্রতিনিধি ও উভয়পক্ষের লোকজনের উপস্থিতিতে মুচলেকা লিখে বিষয়টি মীমাংসা করা হয়।

কিন্তু আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে গরুর মালিক আব্দুর রশিদ মসজিদের মাইকে তাদের দু’জনকে গরু চোর হিসেবে ঘোষণা করেন। এ ঘটনায় রোকনুজ্জামান মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েন। পরে পরিবারের লোকজনের অজান্তে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রেজাউল করিম রেজা জানান, ওই যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153434