স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব গুলজার আহমেদ

স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন জনাব গুলজার আহমেদ

স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি. এর সম্মানিত পরিচালক ও দেশের স্বনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠান আপন জুয়েলার্স এর কর্ণধার জনাব গুলজার আহমেদ গত ০৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪২১তম সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। জনাব গুলজার আহমেদ সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পড়ালেখা শেষ করে তিনি তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আপন জুয়েলার্সের হাল ধরেন। আপন পরিবার তাদের সম্মিলিত প্রচেষ্টায় ঢাকার বিভিন্ন স্থানে ৯টি জুয়েলারি শো’রুম স্থাপন করেছে। দেশের বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব জনাব আহমেদ তার ৪৪ বছরের বর্ণাঢ্য ব্যবসায়িক জীবনে সততা, নিষ্ঠা এবং পেশাদারিত্বের মাধ্যমে সাফল্যের শীর্ষে আরোহণ করেছেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)- এর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ইউনিক গোল্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান, বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজেএমইএ)- এর প্রথম সহ-সভাপতি, এফবিসিসিআই এর জেনারেল বডির মেম্বার, বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের কার্যনির্বাহী পরিষদের সদস্য, আপন স্কেপের প্রধান উপদেষ্টা ও গুলশান ডিএনসিসি মার্কেট কমিটির উপদেষ্টা পদে অধিষ্ঠিত আছেন। তিনি বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপের সাবেক সভাপতি। সমাজের উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতার প্রতি চির প্রতিশ্রুতিবদ্ধ জনাব আহমেদ পেশাগত সাফল্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153400