ডিএইচএল এক্সপ্রেসের সঙ্গে এনসিসি ব্যাংক এর “গো গ্রীণ প্লাস - কার্বন রিডিউস্ড সার্ভিস” চুক্তি স্বাক্ষর
পরিবেশবান্ধব ও টেকসই ব্যাংকিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এনসিসি ব্যাংক ডিএইচএল ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্রেস (বিডি)-এর সাথে “গো গ্রীণ প্লাস - কার্বন রিডিউস্ড সার্ভিস” সেবার আওতায় একটি কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্ব আর্থিক সেবাদানে পরিবেশ সুরক্ষার লক্ষ্য অর্জনে এক অনন্য মাইলফলক।
এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর ও হস্তান্তর করেন এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং ডিএইচএল এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিয়ারুল হক। এই সময়ে এনসিসি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম; উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান; ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ; এসভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস মোহাম্মদ মাহে আলম, ইন্টারন্যাশনাল ট্রেড সার্ভিসেস (এক্সপোর্ট) এর এফএভিপি রাগীব আহমেদ সিদ্দীক এবং ডিএইচএল এক্সপ্রেস (বিডি)-এর পক্ষে হেড অব কমার্শিয়াল এ এস এম শাকিল, হেড অব জিএমএনসি মোহাম্মাদ হায়াতুজ্জামান খান, ন্যাশনাল কাস্টমার ম্যানেজার মোহাম্মাদ আরাফাত হোসেন ছাড়াও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, পরিবেশগত দায়বদ্ধতা আজ আর কেবল টেকসইভাবে ব্যবসা উন্নয়নের জন্য একটি কৌশলগত প্রয়োজনীয়তা না; বরং ভবিষ্যত প্রজন্ম ও দেশের টেকসই উন্নয়নের জন্য একটি নৈতিক অঙ্গীকার। ডিএইচএল এক্সপ্রেস (বিডি) এর সঙ্গে আমাদের এই উদ্যোগের মাধ্যমে আমরা সাসটেইনেবল এভিয়েশন ফুয়েল (এসএএফ) ব্যবহারের সুযোগ পাচ্ছি, যা কার্বন নিঃসরণ হ্রাসে উল্লেখযোগ্য অবদান রাখবে। এটি আমাদের নেট জিরো নির্গমনের লক্ষ্য এবং পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডিএইচএল এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের আন্তর্জাতিক মানদণ্ডে একটি সবুজ ও সহনশীল অর্থনীতির পথে যাত্রাকে সুগম করবে।
ডিএইচএল এক্সপ্রেস (বিডি)-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিয়ারুল হক বলেন, এনসিসি ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব ডিএইচএল এক্সপ্রেসের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়; বরং বৈশ্বিক জলবায়ুর লক্ষ্য অর্জনে বাংলাদেশে একটি দায়িত্বশীল ও পরিবেশবান্ধব করপোরেট সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর্থিক খাতে এনসিসি ব্যাংকের এই অগ্রণী ভূমিকা অন্যান্য প্রতিষ্ঠানকেও পরিবেশবান্ধব টেকসই কার্যক্রম গ্রহণে অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি। ডিএইচএল এক্সপ্রেস সবসময়ে গ্রাহকদের কম-কার্বন বিশিষ্ট লজিস্টিকস সেবা প্রদানের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153399