ভক্তদের আচরণে বিড়ম্বনার মুখে অমিতাভ বচ্চন
বিনোদন ডেস্ক : ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের আচরণের কারণে বিড়ম্বনার মুখে পড়ছেন তারকারা। এর আগে অভিনেতা বিজয়, কৃতি শ্যানন, শ্রীলীলা, সামান্থা রুথ প্রভু, নিধি আগারওয়াল এ ধরনের ঘটনার শিকার হয়েছেন। এবার এ পরিস্থিতিতে পড়লেন বলিউডের তারকা অভিনেতা অমিতাভ বচ্চন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার (৯ জানুয়ারি) ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’র উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সুরাট গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা রাম চরণ, অক্ষয় কুমার, হৃতিক রোশনের মতো তারকা। কিন্তু সেখানে হঠাৎ করেই অমিতাভকে দেখে ঘিরে ধরেন দর্শকরা। এ ঘটনার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনুষ্ঠানস্থলে থেকে ছড়িয়ে পড়া সেসব ভিডিওতে দেখা গেছে, অভিনেতাকে ঘিরে রেখেছেন জনতা। তাকে সামলাতে গিয়ে রীতিমত বেগ পেতে হচ্ছে নিরাপত্তারক্ষীদের। এ অবস্থায় ভিড়ের কারণে কিছুটা থমকেও যান অমিতাভ।
তবে এ ঘটনা বেশ সাবধানতার সঙ্গে সামলেছেন বিগ বি। এমন পরিস্থিতিতেও কাউকে নিরাশ করেননি তিনি। কোনো বিরক্ত না হয়েই পরিস্থিতি সামাল দিতে দেখা গেছে এই তারকা অভিনেতাকে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153362