২২ বছর পর সেমিফাইনালে মরক্কো

২২ বছর পর সেমিফাইনালে মরক্কো

স্পোর্টস ডেস্ক : দীর্ঘ ২২ বছর পর আফ্রিকা কাপ অব নেশন্সের সেমিফাইনালে পৌঁছেছে মরক্কো। কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। প্রিন্স মৌলে আবদেল্লাহ স্টেডিয়ামে ক্যামেরুনের বিপক্ষে মরক্কোর রাবাতে রেকর্ড ৬৪ হাজার ১৭৮ জন দর্শক ম্যাচটি দেখেছেন।

ম্যাচে শুরু থেকেই ক্যামেরুনের রক্ষণে চাপ সৃষ্টি করে মরক্কো। ২৬ মিনিটে প্রথম গোল পায় দলটি। আশরাফ হাকিমির নেওয়া কর্নারে আইউব এল কাবি হেড করে বল বাড়িয়ে দেন বক্সের ভেতরে। সুযোগ হাতছাড়া করেননি ব্রাহিম দিয়াজ। কাছ থেকে বল জালে পাঠিয়ে মরক্কোকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার। চলতি আসরে টানা পঞ্চম ম্যাচে গোল করলেন দিয়াজ। গোল হজমের পর ম্যাচে ফেরার চেষ্টা করে ক্যামেরুন। তবে, খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি। 

বিরতির পর বলের দখল বাড়ালেও ক্যামেরুন পারেনি সমতায় ফিরতে। উল্টো মরক্কোর হয়ে ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল সাইবারি। আবদে সামাদ এজ্জালজৌলির সেট-পিস থেকে পাওয়া বলে নিয়ন্ত্রণ নিয়ে বক্সের ভেতর থেকে জোরালো শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। টুর্নামেন্টে এটি তার প্রথম গোল।

২০০৪ সালের পর এবারই প্রথম আফ্রিকা কাপের সেমিফাইনালে উঠল মরক্কো। শেষ চারে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া অথবা নাইজেরিয়া।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153350