বগুড়া শহরে যুবকের আত্মহত্যা

বগুড়া শহরে যুবকের আত্মহত্যা

স্টাফ রিপোটার: বগুড়া শহরের নারুলি ধাওয়াপাড়ায় নিরব নামে ২৪ বছর বয়সী এক যুবক আত্মহত্যা করেছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নারুলি পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, আজ শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে  নারুলি ধাওয়াপাড়ায় নিজ বাড়িতে ঘরের চালার তীরের সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দেয় নিরব। এরপর বিষয়টি জানতে পেরে বাড়ির লোকজন তাকে উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়না তদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করলো তাৎক্ষণিকভাবে সে বিষয়ে জানা যায়নি। মৃত নিরব নারুলি ধাওয়াপাড়ার পাপ্পু রহমানের ছেলে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153304