পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবরে বিভ্রান্ত প্রার্থী-ভোটাররা

পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবরে বিভ্রান্ত প্রার্থী-ভোটাররা

পাবনা প্রতিনিধি : পাবনা-১ ও ২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের খবরে স্থানীয় ভোটারদের মধ্যে দেখা দিয়েছে ধোঁয়াশা ও হতাশা। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে পাবনার এই দুই আসনে নির্বাচন স্থগিতের সংবাদ প্রকাশ হয় গণমাধ্যমে। দুপুরে আবার নির্বাচন কমিশনের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে বার্তা পাঠিয়ে জানানো হয়- নির্বাচন স্থগিতের তথ্য সঠিক নয়।

একই সাথে প্রকাশিত সংবাদ বন্ধ রাখার অনুরোধ জানানো হয়। নির্বাচন কমিশনের এ দু’টি বার্তা নিয়ে কিছুটা বিভ্রান্ত ভোটার ও প্রার্থীরা। সাধারণ ভোটাররা জানান, একবার বলা হচ্ছে নির্বাচন স্থগিত আবার বলা হচ্ছে খবরটি সঠিক নয়। তাহলে আমরা কি বুঝবো। ধোঁয়াশা আর আইনি জটিলতা কাটিয়ে নির্বাচন হওয়া দরকার। 

এ ব্যাপারে পাবনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী একেএম সেলিম রেজা হাবিব বলেন, ভোটাররা ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র আছে। এর মধ্যে কোনো চক্রান্ত আছে কি না সে প্রশ্নও থেকে যায়। তবে সকল জটিলতা নিরসন করে নির্বাচন কমিশন নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠানে ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাবনা-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মানসিক প্রস্তুতির বিষয় রয়েছে। আমাদের প্রস্তুতির বিষয় রয়েছে। সেক্ষেত্রে এখনও যদি আসনের সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন না হয় সেটি সবার জন্যই অসুবিধাজনক।

বার বার সিদ্ধান্ত বদলে বিভ্রান্তি সৃষ্টি না করে একটি সমাধানে আসা উচিত বলে জানান এ প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তা ও পাবনার জেলা প্রশাসক শাহেদ মোস্তফা বলেন, নির্বাচন স্থগিতের বিষয়ে অফিসিয়ালি কোনো আদেশ পাইনি। আপনাদের মতো আমি গণমাধ্যমের খবরে জেনেছি। নির্বাচন কমিশন যে আদেশ দেবে সে অনুযায়ী পদক্ষেপ নেয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153294