চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ চা বিক্রেতার মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজ চা বিক্রেতার মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ৫দিন ধরে নিখোঁজ চা বিক্রেতা আনারুল ইসলামের(৫৮) ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শহরের ৬নং ওয়ার্ডের বটতলা হাট সংলগ্ন একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়। তিনি বটতলা হাট বিশ্বাসপাড়া মহল্লার মৃত মিনারুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি দিবাগত রাত থেকে নিখোঁজ হন আনারুল। পরে ৫ জানুয়ারি রাতে তার ছেলে থানায় জিডি করেন। এরপর অনেক খুঁজেও সন্ধান মেলেনি তার। আজ শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায়  স্থানীয়রা মরদেহ পুকুরে ভাসতে দেখে ‘৯৯৯’ জরুরি সেবা নম্বরে ফোন করে পুলিশে খবর দেয়। এরমধ্যে বড় মেয়ে বৃষ্টি খাতুন(৩০) ঘটনাস্থলে পৌঁছে বাবার মরদেহ শনাক্ত করেন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাহ্যিকভাবে দেহে তেমন কোন আঘাতের চিহ্ন বোঝা যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলেও জানান ওসি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153288