প্রার্থিতা বাতিলে হাসনাত-মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন

প্রার্থিতা বাতিলে হাসনাত-মঞ্জুরুলের পাল্টাপাল্টি আবেদন

কুমিল্লা-৪ আসনে প্রার্থিতা বাতিল চেয়ে একইদিনে পাল্টাপাল্টি আবেদন করেছেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হাসনাত আবদুল্লাহ।

আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) মনোনয়ন বা প্রার্থিতা বাতিলের শেষ দিনে তারা এ আবেদন করেন।

 

এদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ১২৫টি আবেদন জমা পড়েছে বলে জানা যায়। বিকেল ৫টা পর্যন্ত আবেদনের সময় থাকলেও দীর্ঘ সারি দেখা যায় নির্বাচন কমিশনে।

তবে বিকেল পাঁচটার মধ্যে যারা এসেছেন সবার আবেদন গ্রহণ করা হবে বলে জানান কর্মকর্তারা। এদিকে বিকেলে নির্বাচন কমিশন সচিবের সঙ্গে বৈঠক করতে কমিশনে আসেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নির্বাচন কমিশন ছেড়ে যান অ্যাটর্নি জেনারেল।

 

এর আগে বৃহস্পতিবার ঋণ খেলাপির তালিকা থেকে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানান আইনজীবীরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153286