সিরাজগঞ্জের তাড়াশে ছেলের গায়ে হলুদ অনুষ্ঠানে মায়ের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে ছেলের গায়ে হলুদ অনুষ্ঠানে মায়ের মৃত্যু

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ছেলের বিয়ের আগেরদিন গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে মায়ের মৃত্যু হয়েছে। এতে আনন্দঘন অনুষ্ঠান পরিণত হয় বিষাদে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় পৌর সদরের দক্ষিণপাড়া মহল্লায় ঘটনাটি ঘটে। আলেয়া খাতুন(৫০) নামে ওই নারী এলাকার ছোরহাব সরকারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাড়াশ পৌর সদরের দক্ষিণপাড়া মহল্লার মো. ছোরহাব সরকারের ছেলে এনামুল হকের(২৫) বিয়ে উপলক্ষে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজনরা মিলে গতকাল বৃহস্পতিবার গায়ে হলুদের অনুষ্ঠানে মেতে ওঠেন। এসময় রাতে হঠাৎ করেই আলেয়া খাতুন অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাড়াশ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াশ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা মো. আব্দুল মাজেদ বলেন, আলেয়া খাতুন ডায়াবেটিসের রোগী ছিলেন। সারাদিন খাবারের অনিয়মের কারণে ডায়াবেটিস শূন্য হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে আনার পথে তিনি মারা যান।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153283