দিনাজপুরের বিরলে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

দিনাজপুরের বিরলে বিজিবি’র অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ এনায়েতপুর বিওপি’র একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত প্রায় পোনে ৯টায় উপজেলার এনায়েতপুর সীমান্ত পিলার ৩২১/১২-এস থেকে আনুমানিক ২ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে কৈইকুরি শালবাগান এলাকায় বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লে: কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরণের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত রাখবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ হয়ে দায়িত্ব পালন করবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153074