নওগাঁর পোরশা সীমান্তে দু’টি ভারতীয় মহিষ আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশা সীমান্তে মালিকবিহীন ভারতীয় ২টি মহিষ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জানা যায়, আজ বুধবার (৭ জানুয়ারি) ভোরে সীমান্তের নিতপুর টেকঠা নামক স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ২টি মহিষ আটক করেন বিজিবি’র সদস্যরা। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মহিষের সাথে থাকা চোরাকারবারিরা।
অভিযানে নেতৃত্ব দেওয়া ১৬বিজিবি’র নিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার আল আমিন জানান, আটককৃত মহিষ ২টি জেলার পত্নীতলা শুল্ক কার্যালয়ে জমা দেয়ার প্রস্ততি নেওয়া হচ্ছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/153045