বগুড়ার কাহালুতে মুরগির ফার্মে ভয়াবহ আগুনে এক হাজার মুরগি পুড়ে ছাই

বগুড়ার কাহালুতে মুরগির ফার্মে ভয়াবহ আগুনে এক হাজার মুরগি পুড়ে ছাই

কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে গভীর রাতে একটি  মুরগির ফার্মে ভয়াবহ আগুনে প্রায় এক হাজার মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার রাত ৩টার দিকে উপজেলার মুরইল সোনারপাড়া গ্রামের মিনহাজের মুরগির ফার্মে। 

মুরগিকে তাপ দেওয়ার বৈদ্যুতিক লাইন থেকে আগুনের  সূত্রপাত হয় বলে ধারনা করা হচ্ছে ফার্মের স্বত্বাধিকারী মিনহাজ জানান, এই আগুনে মুরগি ও ফার্মের স্থাপনাসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে সোনালি ও লাল জাতের মুরগি ছিল প্রায় পাঁচ লাখ টাকার। 

আগুনের সংবাদ পেয়ে কাহালু উপজেলা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152790