বগুড়ায় নুনগোলা ডিগ্রী কলেজে ছাত্রকে ছুরিকাঘাত, আটক ৩
স্টাফ রিপোর্টার: বগুড়ার নুনগোলা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে গাঁজা সেবনে বাধা দেয়ায় বহিরাগত যুবকদের ছুরিকাঘাতে রেদোয়ান (১৮) নামে এক কলেজ ছাত্র গুরুতর হয়েছে। তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে শিক্ষার্থীরা। আজ রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
আহত রেদওয়ান জানান, তিনি ওই কলেজে প্রবেশের পর বহিরাগত দুজনকে ক্যাম্পাসে গাঁজা সেবন করছে এ অবস্থা দেখতে পান। এ সময় তিনি ক্যাম্পাসে গাঁজা সেবন করতে বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে তার পিঠে ও উরুতে ছুরিকাঘাত করে।
এরপর তিনি চিৎকার দিলে কলেজের শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ওই হাসপাতালে নিয়ে যায়। এদিকে ক্ষুব্ধ শিক্ষার্থীরা এ ঘটনায় তিনজনকে অবরুদ্ধ করে রাখে এবং তাদের দুটি মোটর সাইকেল ভাংচুর করে। পরে পুলিশ তাদেরকে হেফাজতে নেয়।
আটক যুবকরা হলো, গোকুল ইউনিয়নের বাঘোপাড়া উত্তরপাড়া (খোলার ঘর) এলাকার আবুল কাশেমের ছেলে সাদমান ইসলাম মাহিন, নিশিন্দারা ইউনিয়নের নওদাপাড়া এলাকার মোস্তাকিম এবং একই ইউনিয়নের দশটিকা সরদারপাড়া এলাকার মিঠু মিয়ার ছেলে মো. নাঈম হোসেন। পুলিশ তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু ও গাঁজা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহত রেদোয়ান সদরের দশটিকা দক্ষিণপাড়ার মো. শামীমের ছেলে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152765