দিনাজপুরের ঘোড়াঘাটে উদ্বোধন হলো ভূমিসেবা সহায়তা কেন্দ্র

দিনাজপুরের ঘোড়াঘাটে উদ্বোধন হলো ভূমিসেবা সহায়তা কেন্দ্র

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে উদ্বোধন হলো ভূমিসেবা সহায়তা কেন্দ্র। আজ রোববার (৪ জানুয়ারি) বেলা সাড়ে ৩টায় উপজেলার ওসমানপুরে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবায় দীর্ঘদিন ধরে ভোগান্তি, জটিলতা ও দালালচক্রের কারণে সাধারণ মানুষ নানা সমস্যায় পড়তেন। নতুন এই ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু হওয়ায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন আবেদনসহ বিভিন্ন সেবায় জনভোগান্তি অনেকাংশে কমবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152762