রফিকুল-আবিদার সঙ্গে ইমন

রফিকুল-আবিদার সঙ্গে ইমন

অভি মঈনুদ্দীন ঃ রফিকুল আলম, বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী। তিনদিন আগেই ছিলো তার জন্মদিন। জন্মদিন উপলক্ষ্যে অবশ্য বিশেষ কিছু করার তেমন সুযোগ ছিলোনা। কারণ দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্র কয়েকদিনের শোক ঘোষনা করে।

বিশেষভাবে উদযাপন না করা হলেও রফিকুল আলমের স্ত্রী দেশের বরেণ্য সঙ্গীতশিল্পী আবিদা সুলতানার ছোট ভাই প্রখ্যাত সুরস্রষ্টা, সঙ্গীত পরিচালক শওকত আলী ইমন রফিকুল আলমের জন্মদিনে রফিকুল আলমের বাসায় যান এবং কিছুটা সময় তারসঙ্গে কাটিয়ে আসেন। এক ফাঁকে রফিকুল আলম ও আবিদা সুলতানার সঙ্গে একটি ছবিও তুলে রাখেন তিনি। সময়টাকে ফ্রেমবন্দী করে রাখতেই ইমন তার নিজের মোবাইলে তার বড় বোন আবিদা সুলতানা ও আবিদা সুলতানার স্বামী রফিকুল আলমের সঙ্গে ছবি তোলেন।

রফিকুল আলম বলেন,‘ যেহেতু রাষ্ট্রীয় শোক-এর সময়কালেই ছিলো আমার জন্মদিন। তাই বিশেষভাবে দিনটি উদযাপনের তেমন সুযোগ ছিলো না। তবে যারা খুউব আপনজন তারা ফোন করেছেন, আমার জন্য দোয়া করেছেন। তাতেই আমি খুশী। আর ইমনতো পরিবারের মানুষ। সেতো আসবেই। ইমন আসলো, অল্প সময় হলেও আমার ভীষণ ভালোও লেগেছিলো।’

শওকত আলী ইমন বলেন,‘ বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে রফিক ভাই এবং আবিদা আপার যথেষ্ট অবদান রয়েছে। তাদের গানে মুগ্ধ হয়েছেন এই দেশের দর্শক শ্রোতা। তাদের স্নেহ ভালোবাসায় আমি ধন্য। দোয়া করি আল্লাহ দুজনকেই সুস্থ রাখুন ভালো রাখুন। আর দুজনকে নিয়ে আমার একটা বিশেষ পরিকল্পনা আছে। তা সময় হলেই সবাইকে জানান দেবো।’

গত ৩১ জানুয়ারি রর্ফিকুল আলম ৭৩-এ পা রাখলেন। তার প্রবল ইচ্ছে ৭৫’তম জন্মদিনটি বিশেষভাবে উদযাপন করার।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152754