দিনাজপুরের বিরলে ভ্যানচালকের মৃত্যু নিয়ে জল্পনা কল্পনা
বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে এক ভ্যানচালকের মৃত্যু নিয়ে ব্যপক জল্পনা কল্পনা শুরু হয়েছে। ওই ভ্যানচালক উপজেলার ধর্মপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মোকারম হোসেন (৪০)।
স্থানীয়রা জানান, আজ রোববার (৪ জানুয়ারি) সকালে একই ইউনিয়নের দক্ষিণ গোদাবাড়ী গ্রামের ভ্যানতাড়া মোড় সংলগ্ন রাস্তার পাশে ডোবার পানিতে ভ্যানসহ মোকারমের লাশ ভাসতে দেখেন তারা। পরে তার পরিবারের লোকজন এসে লাশ শনাক্ত করে মোকারমের লাশ বাড়িতে নিয়ে গিয়ে দাফনের প্রস্তুতি গ্রহণ করে।
এসময় পুলিশ খবর পেয়ে ভ্যানচালক মোকারমের মৃত্যুর কারণ উদঘাটনে তার বাড়িতে গিয়ে ময়না তদন্তের জন্য লাশ নিয়ে আসতে চাইলে পরিবারের লোকজন ও উপস্থিত লোকজন বাধা দেয়।
এক পর্যায়ে পুলিশের সাথে তাদের ধস্তাধস্তি শুরু হলে ইউপি চেয়ারম্যান নূর ইসলাম ও থানার অফিসার ইনচার্জ আল এমরান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত ভ্যানচালকের বাবা-মা ও স্ত্রীকে থানায় নিয়ে এসে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান ছিল।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152739