হোয়াটসঅ্যাপে আপনাকে ব্লক করা হয়েছে কি না বুঝবেন যেসব লক্ষণে
ডিজিটাল যুগে হোয়াটসঅ্যাপ এখন আমাদের প্রতিদিনের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। কিন্তু অনেক সময় দেখা যায়, হঠাৎ করে কেউ আপনার মেসেজের উত্তর দিচ্ছে না, তার ‘লাস্ট সিন’ দেখা যাচ্ছে না, কিংবা প্রোফাইল ছবিও আর আগের মতো দেখা যাচ্ছে না।
তখন স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন জাগে তিনি কি আপনাকে ব্লক করে দিয়েছেন? যেহেতু হোয়াটসঅ্যাপ এই বিষয়ে সরাসরি কোনো নোটিফিকেশন দেয় না, তাই বিষয়টি নিশ্চিত করা কঠিন। তবে কিছু লক্ষণ দেখে ধারণা করা যায়, সত্যিই কি আপনাকে ব্লক করা হয়েছে কি না।
প্রথমত, ‘লাস্ট সিন’ বা অনলাইন স্ট্যাটাস আর দেখা না গেলে সেটা একটি বড় ইঙ্গিত হতে পারে। যদি অনেকবার চেক করার পরও ওই ব্যক্তির ‘লাস্ট সিন’ বা ‘অনলাইন’ দেখা না যায়, তাহলে সন্দেহ করার কারণ থাকে।
তবে মনে রাখতে হবে অনেকে প্রাইভেসি সেটিংস থেকেও এই অপশন বন্ধ করে রাখেন। তাই একে চূড়ান্ত প্রমাণ বলা যাবে না, বরং এটিকে প্রাথমিক সংকেত হিসেবেই বিবেচনা করা উচিত।
দ্বিতীয়ত, প্রোফাইল ছবি হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়াও একটি লক্ষণ। যদি কেউ আপনাকে ব্লক করে, তবে তার প্রোফাইল ছবির জায়গায় শুধু একটি ধূসর আইকন দেখা যায়। এমনকি তিনি ডিপি পরিবর্তন করলেও আপনার কাছে নতুন ছবি দেখা যাবে না। তাই দীর্ঘদিন একই জায়গায় ফাঁকা আইকন দেখলে ব্লক হওয়ার সম্ভাবনা থাকে।
তৃতীয়ত, হোয়াটসঅ্যাপ কল কানেক্ট না হলে সেটিও ইঙ্গিত হতে পারে। যদি কল করার সময় শুধু ‘কলিং’ দেখায়, কিন্তু ‘রিংগিং’ না দেখিয়ে কল কেটে যায়, তবে আপনাকে ব্লক করা হতে পারে। যদিও খারাপ ইন্টারনেট সংযোগ থাকলেও এমনটা ঘটতে পারে তাই বিষয়টি মিলিয়ে দেখা জরুরি।
চতুর্থত, মেসেজে শুধু একটি টিক থাকাও গুরুত্বপূর্ণ সংকেত। সাধারণত একটি টিক মানে মেসেজ পাঠানো হয়েছে, দুটি ধূসর টিক মানে ডেলিভার হয়েছে, দুটি নীল টিক মানে মেসেজ পড়া হয়েছে।
কিন্তু যদি আপনাকে ব্লক করা হয়, তবে দ্বিতীয় টিক আর আসবে না। অর্থাৎ মেসেজটি তার ফোনে পৌঁছাবে না। তখন দীর্ঘদিন শুধু একটি টিক দেখলেই বোঝা যায় আপনাকে সম্ভবত ব্লক করা হয়েছে।
অনেকে এ ধরনের পরিস্থিতিতে অযথা দুশ্চিন্তায় পড়ে যান, চ্যাট ডিলিট করেন বা সরাসরি প্রশ্ন করেন। কিন্তু আসলে ব্লক করা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। এটি কারও গোপনীয়তা বজায় রাখারই অংশ। মাঝে মাঝে এটি সাময়িকও হতে পারে, আবার শুধুই প্রাইভেসি সেটিংসের পরিবর্তনের ফলেও এমনটা মনে হতে পারে।
যদি সত্যিই আপনাকে ব্লক করা হয়ে থাকে, তাহলে কী করবেন? এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অপর ব্যক্তির ব্যক্তিগত স্পেসকে সম্মান জানানোই উত্তম। কথা বলা খুব জরুরি হলে এসএমএস, ই-মেইল বা সরাসরি যোগাযোগের মতো অন্য মাধ্যম ব্যবহার করতে পারেন।
হোয়াটসঅ্যাপ কখনোই সরাসরি জানাবে না যে কেউ আপনাকে ব্লক করেছে কি না। তবে ‘লাস্ট সিন’ না দেখা, প্রোফাইল ছবি উধাও হওয়া, শুধু একটি টিক দেখা, কল কানেক্ট না হওয়া এসব মিলিয়ে ধারণা করা যায়। তবুও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব সম্ভাবনা বিবেচনা করা সবসময়ই বুদ্ধিমানের কাজ।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152702