সৌদি-ইয়েমেন সীমান্তে শুরু তীব্র লড়াই
আন্তর্জাতিক ডেস্ক : সৌদির সীমান্তবর্তী ইয়েমেনের হারদামাউত প্রদেশে তীব্র লড়াই ও সংঘর্ষ শুরু হয়েছে। ডিসেম্বরের শুরুতে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসি প্রদেশটি দখল করে। সৌদি আরব তাদের সরে যেতে বললেও তারা সরে যায়নি। শুক্রবার (২ জানুয়ারি) হারদামাউতকে এসটিসির দখল থেকে মুক্ত করতে প্রদেশের গভর্নর সামরিক অভিযান ঘোষণা করেন। এর কিছু ঘণ্টা পর সৌদি-led জোট এসটিসির লক্ষ্য করে বিমান হামলা চালায়।
হারদামাউত দক্ষিণ ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ, যা মূলত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নিয়ন্ত্রণে ছিল। এসটিসি দক্ষিণাঞ্চল নিয়ে আলাদা স্বাধীন দেশ গঠন করতে চায়, যার জন্য সংযুক্ত আরব আমিরাত তাদের সমর্থন করেছিল। তবে ইয়েমেন সরকার বুধবার আমিরাতকে ২৪ ঘণ্টার মধ্যে সব সেনা সরানোর নির্দেশ দেয় এবং সৌদি সমর্থন জানায়।
বিচ্ছিন্নতাবাদীদের প্রধান জানিয়েছেন, সৌদির হামলায় সাতজন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। এরপর এসটিসির যোদ্ধারা ইয়েমেন সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়। সৌদির রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের বলেন, কয়েক সপ্তাহ আলোচনা সত্ত্বেও এসটিসি স্বেচ্ছা দেখায়নি এবং হারদামাউত ও আল-মাহরায় নিজেদের অবস্থান শক্তিশালী করেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152498