দাপুটে জয়ে ঘুরে দাঁড়াল রংপুর রাইডার্স

দাপুটে জয়ে ঘুরে দাঁড়াল রংপুর রাইডার্স

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তৃতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরেছে রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাটিং করে স্বাগতিক সিলেট টাইটান্স ২০ ওভারে ১৪৪ রান তোলে। জবাবে ৭ বল ও ৬ উইকেট হাতে রেখে লক্ষ্য পূরণ করে রংপুর।

লক্ষ্য তাড়ায় শেষদিকে দুর্দান্ত ব্যাটিং করেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই অলরাউন্ডার ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছক্কা। পঞ্চম উইকেটে তার সঙ্গী ছিলেন পাকিস্তানের খুশদিল শাহ, যিনি ১১ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। এই ইনিংসের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জেতেন মাহমুদউল্লাহ।

ওপেনিংয়ে ডেভিড মালান ১৯ রানে ফিরলে দ্রুত ভাঙে রংপুরের উদ্বোধনী জুটি। তাওহীদ হৃদয় মাত্র ৬ রানে আউট হলেও কাইল মায়ার্স ২৯ বলে ৩১ রান করে ইনিংস স্থিতিশীল রাখেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেট। দলীয় ১২ রানে সাইম আইয়ুব এবং ৩৫ রানের মধ্যে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও রনি তালুকদার আউট হন। পরে আফিফ হোসেন ও ইথান ব্রুকস ৬৬ রানের জুটি গড়ে দলকে সামাল দেন। আফিফ ৩১ বলে ৪৬ এবং ব্রুকস ৩০ বলে ৩২ রান করেন। শেষদিকে আজমত উল্লাহ ওমরজাই মাত্র ৬ রান করলে বড় সংগ্রহ গড়া হয়নি সিলেটের।

বল হাতে রংপুরের হয়ে মোস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ উজ্জ্বল ছিলেন। মিরাজকে আউট করে স্বীকৃত ক্রিকেটে ৪০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে পরে আরও তিনটি উইকেট নেন মোস্তাফিজ, যা রংপুরের জয়ের পথ সহজ করে দেয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152484