বগুড়ার ধুনটে মসজিদের ওয়াজ মাহফিলে ১৪৪ ধারা জারি

বগুড়ার ধুনটে মসজিদের ওয়াজ মাহফিলে ১৪৪ ধারা জারি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে নান্দিয়ার পাড়া উম্মুল মুমিনীন আয়েশা (রাঃ) মসজিদে ওয়াজ মাহফিলকে ঘিরে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতিলতা বর্মন।

আজ শুক্রবার বিকেল ৩টা থেকে আগামীকাল শনিবার সকাল ৯টা পর্যন্ত উপজেলার নিমগাছি ইউনিয়নের নান্দিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠসহ এর আশপাশের ২০০ গজ এলাকায় ১৪৪ ধারার আদেশ বহাল থাকবে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নান্দিয়ার পাড়া উম্মুল মুমিনীন আয়েশা (রা.) মসজিদে পূর্ব থেকে ২ ডিসেম্বর একদিনের ওয়াজ মাহফিলের তারিখ ঘোষনা করা হয়। ওই মসজিদের ওয়াজ মাহফিলের স্থান পাশেই নান্দিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্ধারন করা হয়েছিল। ওই মসজিদ কমিটির উদ্যোগে সেখানে মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়। এদিকে একইস্থানে পাশাপাশি দু’টি মসজিদের কমিটির মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় একই গ্রামের প্রতিপক্ষের মসজিদের লোকজন ওই ওয়াজ মাহফিলের বিরোধীতা করে। থানা পুলিশ উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধান করতে পারেনি। ফলে সেখানে আইনশৃঙ্খলা অবণতির আশংকা দেখা দেয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ওয়াজ মাহফিল এলাকা কঠোর নজরদারিতে রাখা হয়েছে। আপাতত আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতিলতা বর্মন এ তথ্য নিশ্চিত করে বলেন, মসজিদের ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ১৪৪ ধার জারি করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/152479